Song Name: Jokhon Porbe Na Mor Lyrics
Jokhon Porbe Na Mor Lyrics যখন পড়বে না মোর বাংলা গান লিরিক্স || Bangla Song Lyrics
শিরোনামঃ যখন পড়বে না মোর
রবীন্দ্রসঙ্গীত
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে–
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়–
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি–
চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায় করবে খেলা এই আমি– আহা,
নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-
ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
Write an artile in 500 Words on Jokhon Porbe Na Mor Lyrics Bangla Song Main keyword is Jokhon Porbe Na Mor Lyrics
Subscribe Our Channel: Click Here
“যখন পরবে না মর” : A Lyric Breakdown of a Song That Speaks Volumes
The song “যখন পরবে না মর” (Jokhon Porbe Na Mor) is a poignant Bengali ballad that resonates deeply with listeners. The lyrics, penned by the legendary lyricist Gazi Mazharul Anwar, paint a beautiful picture of love, loss, and the eternal longing for a loved one. This blog post will delve into the song’s lyrics, exploring their meaning and the emotions they evoke.
A Glimpse into the Heart of the Song:
The song begins with the protagonist contemplating the inevitability of death and the fear of losing his beloved. “যখন পরবে না মর, তখন তুমি হবো কোথায়?” (When I die, where will you be?) This line perfectly captures the human fear of being separated from those we love.
The lyrics further explore the complexities of love, with the protagonist confessing his deep affection: “তুমি যে আমার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন” (You are the biggest dream of my life). He longs for the day he will be united with his beloved, declaring, “দিনটা যেন আসে আজ, যখন তোমার হাত ধরে হেঁটে যাবো…” (Let the day come when I can walk hand-in-hand with you…).
The Power of Imagery:
Gazi Mazharul Anwar’s mastery of language shines through in the rich imagery employed in the lyrics. The verses evoke vivid mental pictures, drawing the listener deeper into the emotional landscape of the song. “যখন তুমি হবো পাশে, মুখে হাসি থাকবে, তখন দেখবো স্বপ্নের সেই সূর্য” (When you are by my side, with a smile on your face, then I will see that dream sun) conjures a heartwarming image of joy and contentment.
A Theme of Hope and Resilience:
Despite the somber tone of the song, there’s a thread of hope woven throughout the lyrics. The protagonist’s unwavering love for his beloved gives him strength to face his fears. “তুমি আছো আমার কাছে, এই আশায় আমি বাঁচি” (You are with me, in this hope I live) illustrates the profound impact love has on the human spirit.
The Music’s Role:
The melancholic melody and soulful vocals enhance the emotional impact of the lyrics. The song’s music perfectly complements the words, creating a deeply moving experience for the listener. The combination of lyrics and music evokes a sense of longing, sorrow, and ultimately, a hopeful acceptance of life’s inevitabilities.
In Conclusion:
“যখন পরবে না মর” (Jokhon Porbe Na Mor) is more than just a song. It’s a testament to the enduring power of love, the fear of loss, and the hope that transcends even death. Gazi Mazharul Anwar’s words resonate with anyone who has ever loved and lost, leaving a lasting impression on the heart and soul. The song serves as a poignant reminder of the beauty and fragility of life, urging us to cherish every moment with those we love.
More Lyrics: Click Here
Follow us on FB: Bangla Song Lyrics