Ki Manush Banaila Bhobe Lyrics Bangla Song

Song Name: Ki Manush Banaila Bhobe Lyrics

Ki Manush Banaila Bhobe Lyrics কী মানুষ বানাইলা ভবে বাংলা গান লিরিক্স || সুর – শুভ্র রাহা Bangla Song Lyrics

শিরোনামঃ কী মানুষ বানাইলা ভবে
কন্ঠঃ তাবিব মাহমুদ, গালি বয় রানা, জি এম আশরাফ
কথাঃ তাবিব মাহমুদ
সুরঃ শুভ্র রাহা
[Chorus] – G. M. Ashraf
কী মানুষ বানাইলা ভবে
জানেনা কাল কী হবে
তবু ভাবে সারাক্ষণ রে দয়াল
যেনো সে বাচবে আজীবন (7x)
[1st Verse] – GullyBoy Rana
আজীবন বাচবে কতকিছু করবে
বাড়ি নাড়ি আহা কতদেশ ঘুরবে
কত রাত জেগে তারা কতকিছু ভাববে
প্রাণ পাখি উড়ে গেলে দেহখানা পচবে
একদিন বুঝবে সেই বুঝে লাভ নাই
মারা গেলে মানুষের ছিটেফোঁটা দাম নাই
গাড়ি বাড়ি পরে রবে থাকবে না মহাজন
এইটাই জীবনের চিরচেনা আচরন
কেনো এত চিন্তা এটা চাই ওটা চাই
কেনো এত টেনশন এটা নাই ওটা নাই
পৃথিবীর সম্পদ পৃথিবীতে পরে রয়
গত হয়ে যায় সব দুদিনের পরিচয়
মাটির দেহ ফের মাটি হয়ে যায় তারে
হা করে গিলে খায় কবরের গ্রাস সেতো
নিছক এক দাস জানে না কী হবে কাল
বদলায় সব কিছু সকাল বিকাল।
[Chorus] – G. M. Ashraf
কী মানুষ বানাইলা ভবে
জানেনা কাল কী হবে
তবু ভাবে সারাক্ষণ রে দয়াল
যেনো সে বাচবে আজীবন (7x)
[7nd Verse] – Tabib Mahmud
দুনিয়া দুই দিন সময় টা অল্প
এখানে জমা হয় জীবনের গল্প
জমিদারি বাহাদুরি ক্ষনিকের মঞ্চে
টাকা পেয়ে ভুলে যাই শেকড়ের শিল্প
সুখি হতে চায় মন সুখ কী জানে না
গুলশানে বাড়ি তাই আরকিছু লাগে না
দামি গাড়ি নারী পেয়ে হতাশায় মারা যায়
খ্যাতি ছাড়া মানুষেরা আর কিছু চিনে না
দূর থেকে মনে হয় সুন্দর সবকিছু
ছুটি তাই পিছু পিছু একাকার দিনরাত
ভাটির পানিরা কয় হায়রে মানব জাত
বাহিরটা পরিপাটি ভেতরে সদর ঘাট
আমাদের চোখ আছে তবু কিছু দেখি না
প্রকৃতির কাছ থেকে মোরা কেউ শিখি না
জীবনটা ক্ষণিকের বেমালুম ভুলে যাই
সুখি হতে গিয়ে মোরা হতাশায় ডুবে যাই
[Chorus] – G. M. Ashraf
কী মানুষ বানাইলা ভবে
জানেনা কাল কী হবে
তবু ভাবে সারাক্ষণ রে দয়াল
যেনো সে বাচবে আজীবন (7x)

 

Ki Manush Banaila Bhobe Lyrics

 

Write an artile in 500 Words on Ki Manush Banaila Bhobe Lyrics Bangla Song Main keyword is Ki Manush Banaila Bhobe Lyrics

Subscribe Our Channel: Click Here

More Lyrics: Click Here

Follow us on FB: Bangla Song Lyrics

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *